মাইক্রোসফটের সর্বশেষ অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ-11। উইন্ডোজ-10 ইউজাররা চাইলেই এটি আপগ্রেড করতে পারেন। নতুন অপারেটিং সিস্টেমে বেশ পরিবর্তন এনেছে মাইক্রোসফট কর্পোরেশন। এরমধ্যে স্টার্ট মেনু, টাস্কবার, সার্চবার, সিকিউরিটি এন্ড স্ক্যানিং, ডেস্কটপ কাস্টমাইজেশন, উইজেট, ভার্চুয়াল ডেস্কটপ সহ অন্যান্য।
উইন্ডোগুলি সরানো এবং ড্রাগ করার সময় নতুন অ্যানিমেশন যুক্ত করা হয়েছে। নতুন উইন্ডো খোলা, বন্ধ করা এবং ট্যাব মিনিমাইজ করার জন্য উইন্ডোজের আগের সংস্করণগুলির তুলনায় আলাদা অ্যানিমেশন করা হয়েছে৷
স্প্লিট-স্ক্রিন, বিভিন্ন টাস্ক উইন্ডোর গ্রুপ তৈরি ইত্যাদির মতো উইন্ডোর সাথে মাল্টিটাস্ক সম্পাদনের জন্য বৈশিষ্ট্যযুক্ত যোগ।
টাচ নিয়ন্ত্রণগুলি উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। Windows 11-এ আপনি বিভিন্ন নতুন সাউন্ড অপশন দেখতে পাবেন। আপনার ডার্ক মোডেও অ্যাক্সেস করতে পারবেন। বিভিন্ন বারের কোণগুলি গোলাকার করা হয়েছে।
নতুন আইকন যুক্ত করে Windows 11 কে আগের সংস্করণের তুলনায় আরও আকর্ষণীয় করা হয়েছে। বিভিন্ন নতুন উইজেট যুক্ত করা হয়েছে।
সিস্টেম রিকুয়ারমেন্ট:
উইন্ডোজ-11 সেটআপ করতে পিসিতে যে রিকুয়ারমেন্ট থাকা জরুরী তা হলো-
প্রসেসর 1GHz (32/64 বিট প্রসেসর), র্যাম 2/4 জিবি, স্টোরেজ/হার্ডডিস্ক 64 জিবি, সিস্টেম ফায়ারওয়ার UEFI, গ্রাফিক্স কার্ড DirectX 12 ব্যবহার উপযোগী, ডিসপ্লে হাইডেফিনেশন (720p),
উইন্ডোজ সেটআপ পদ্ধতি:
প্রথমে usb পোর্টে পূর্বে তৈরি করা রুফাস বুটেবল usb ড্রাইভ ঢুকাব। রুফাস বুটেবল usb তৈরি করার পদ্ধতি এই সাইটে আছে অথবা লিংকে ক্লিক করে দেখতে পারেন।
এবার পাওয়ার সুইচ অন করব। usb থেকে বুট করাতে গেলে বায়োসে usb বুট সিলেক্ট করা থাকতে হবে। যদি ফার্স্ট বুট না থাকে তাহলে পাওয়ার অন করার পর f2 প্রেস করতে হবে।
please select boot device: বুট মেনু আসলে
এখানে uefi: smi usb disk 1100 সিলেক্ট করে enter কী প্রেস করব। বুট লিস্ট দেখার জন্য এই লিংক ক্লিক করুন।রিবুট হওয়ার পর স্ক্রীন কিছু সময় স্থির হয়ে থাকবে। এরপর language স্ক্রীন আসবে।
এখানে my language is English সিলেক্ট করলে language এর আরেকটা ডায়ালগ বক্স
আসবে।
এখানে language to install: এ ড্রপ ডাউন মেনু থেকে english (united states) সিলেক্ট করে time and currency format: এ ড্রপ ডাউন মেনু থেকে english (united states) সিলেক্ট করে keyboard or input method: এ ড্রপ ডাউন মেনু থেকে us) সিলেক্ট করে next বাটনে ক্লিক করব।
windows setup এ স্ক্রীন এলে install now বাটনে ক্লিক করব।
windows setup স্ক্রীন এলে operating system এরিয়া থেকে windows 11 home সিলেক্ট করে next বাটনে ক্লিক করব।
applicable notices and license terms ডায়ালগ বক্স এলে I accept the microsoft software license terms. If any organization is licensing it, im authorized to bind the organization চেক বক্স সিলেক্ট করে next বাটনে ক্লিক করব।
which type of installation do you want? ডায়ালগ বক্স এলে পূর্বের উইন্ডোজ অর্থাৎ 8, 9, 10 কে আপগ্রেড করতে চাইলে upgrade: install windows and keep files, settings, and applications ক্লিক করব।
আপগ্রেড করতে না চাইলে custom: install windows only (advanced) সিলেক্ট করব। আমরা এটাতে ক্লিক করব।
where do you want to install windows? ডায়ালগ বক্স এলে যে ড্রাইভে উইন্ডোজ সেটআপ করব সে ড্রাইভ সিলেক্ট করে next বাটনে ক্লিক করব।
আমার আগে উইন্ডোজ 10 সেটআপ করা ছিল এরজন্য আগে পার্টিশনগুলো মুছে নেব। প্রথমে যে ড্রাইভগুলোর পার্টিশন মুছব সেটা সিলেক্ট করে delete আইকনে ক্লিক করব।
ওয়ার্নিং ডায়ালগ বক্স এলে ok বাটনে ক্লিক করব।
পার্টিশন মোছা হয়ে গেলে। drive 0 unallocated space নামের ড্রাইভটা সিলেক্ট করে next বাটনে ক্লিক করব।
সাবধান! ভুল ড্রাইভ সিলেক্ট করলে ড্রাইভে স্টোরকৃত ফাইলগুলো মুছে যেয়ে উইন্ডোজ সেটআপ হয়ে যাবে।
installing windows ডায়ালগ বক্স এসে উইন্ডোজ ইনস্টাল শুরু হয়ে যাবে। 15-20 মিনিট অপেক্ষা করতে হবে।
এরপর রিস্টার্ট নেবে।
রিস্টার্ট নেয়ার পর is this the right country or region? ডায়ালগ বক্স এলে united states সিলেক্ট করে next বাটনে ক্লিক করব।
is this the right keyboard layout or input method? ডায়ালগ বক্স এলে us সিলেক্ট এলে করে next বাটনে ক্লিক করব।
want to add second keyboard layout? ডায়ালগ বক্স এলে skip বাটনে ক্লিক করব।
let’s name your device ডায়ালগ বক্স এলে name your device এ মাদার বোর্ডের নাম লিখে সিলেক্ট এলে করে next বাটনে ক্লিক করব।
how would you like to setup this device? ডায়ালগ বক্স এলে set up for personal use সিলেক্ট করে next বাটনে ক্লিক করব।
let’s add your microsoft account ডায়ালগ বক্স এলে skip for now বাটনে ক্লিক করব।
who’s gong to use this device? ডায়ালগ বক্স এলে enter your name এ নাম লিখে next বাটনে ক্লিক করব।
create a super memorable password ডায়ালগ বক্স এলে enter a password এ পাসওয়ার্ড লিখে next বাটনে ক্লিক করব।
confirm your password ডায়ালগ বক্স এলে password confirmation এ পূর্বের একই পাসওয়ার্ড লিখে next বাটনে ক্লিক করব।
now add security question ডায়ালগ বক্স এলে ড্রপ ডাউন মেনু থেকে প্রশ্ন সিলেক্ট করব অথবা security question (1 of 3) সিলেক্ট করে your answer এর উত্তর লিখে next বাটনে ক্লিক করব।
now add security question ডায়ালগ বক্স এলে ড্রপ ডাউন মেনু থেকে প্রশ্ন সিলেক্ট করব অথবা security question (2 of 3) সিলেক্ট করে your answer এর উত্তর লিখে next বাটনে ক্লিক করব।
now add security question ডায়ালগ বক্স এলে ড্রপ ডাউন মেনু থেকে প্রশ্ন সিলেক্ট করব অথবা security question (3 of 3) সিলেক্ট করে your answer এর উত্তর লিখে next বাটনে ক্লিক করব।
choose privacy settings for your device ডায়ালগ বক্স এলে next বাটনে ক্লিক করব।
choose privacy settings for your device ডায়ালগ বক্স এলে accept বাটনে ক্লিক করব। ব্যাস কম্পিলিট হয়ে গেল।
এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পর উইন্ডোজ চালু হয়ে যাবে।
টিউটোরিয়ালটি ভাল লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ
ভিডিও টিউটোরিয়ার দেখতে এই লিংক ক্লিক করুন : https://youtu.be/cWa-nanoHv4
সহজ ও দারুন
ReplyDelete