Search This Blog

Sunday, October 17, 2021

rufus bootable usb tutorial

 অপারেটিং সিস্টেম সেটআপ করার জন্য বুটেবল ডিস্ক প্রয়োজন। সেটা হতে পারে ডিভিডি, সিডি, পেনড্রাইড, ইউএসবি হার্ডডিক্স ইত্যাদি ইত্যাদি। অনেক সময় ডিভিডি/সিডি স্ক্র্যাচ পড়ে যাওয়া রম (ROM) তা ঠিক মত রিড করতে পারেন না। আর ডাটা কপি করার ক্ষেত্রেও ডিভিডি/সিডি থেকে পেনড্রাইভ অনেক ফার্স্ট। তাই আজ windows iso থেকে পেনড্রাইভকে বুটেবল ডিস্ক বানাব।

windows iso, rufus bootable usb tutorial, rufus, bootable, usb, tutorial, bootable disk tutorial, iso boot tutorial, windows setup tutorial, dos tutorial

Wednesday, October 13, 2021

Lan setup

 

ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network)এটি সেটআপ করতে হলে প্রথমে ল্যান কার্ড সফটওয়ার ইন্সটাল করতে হবে যদি ল্যান কার্ডটা বিল্ট-ইন হয়ে থাকে তবে সফটওয়ারটি মাদারবোর্ডের ড্রাইভার ডিভিডিতে পাওয়া যাবে বিল্ট-ইন না হলে যে ল্যানটা মাদারবোর্ডে লাগান হবে সেটার সাথে ড্রাইভার সিডি/ডিভিডি দেওয়া থাকে সাধারণত ল্যান ড্রাইভার আলাদাভাবে সেটআপ করা লাগে না; কারণ উইন্ডোজ বর্তমানে অনেক ড্রাইভার আপডেটেড

Control Panel এ এসে Network and Sharing Center আইকনে ক্লিক করব। Network and Sharing Center উইন্ডো এলে এখানে Advanced sharing settings এ ক্লিক করব। Advanced sharing settings

এলে Change sharing options for different networks profiles এর Private অপশনে যেয়ে Turn on network discovery সিলেক্ট করে Turn on automatic setup of network connected devices চেক বক্স সিলেক্ট করব। File and printer sharing অপশনে Turn on file and printer sharing সিলেক্ট করব। 

Advanced sharing settings