ল্যান হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area
Network)। এটি সেটআপ করতে হলে প্রথমে ল্যান কার্ড সফটওয়ার ইন্সটাল করতে
হবে। যদি ল্যান কার্ডটা বিল্ট-ইন হয়ে থাকে তবে সফটওয়ারটি
মাদারবোর্ডের ড্রাইভার ডিভিডিতে পাওয়া যাবে। বিল্ট-ইন না হলে যে ল্যানটা মাদারবোর্ডে লাগান হবে সেটার সাথে ড্রাইভার সিডি/ডিভিডি দেওয়া থাকে। সাধারণত ল্যান ড্রাইভার আলাদাভাবে সেটআপ করা লাগে না; কারণ উইন্ডোজ বর্তমানে অনেক ড্রাইভার আপডেটেড।
Control Panel এ এসে Network and Sharing Center আইকনে ক্লিক করব। Network and
Sharing Center উইন্ডো এলে এখানে Advanced sharing settings এ ক্লিক করব। Advanced
sharing settings
এলে Change sharing options for different networks profiles এর Private অপশনে
যেয়ে Turn on network discovery সিলেক্ট করে Turn on automatic setup of network
connected devices চেক বক্স সিলেক্ট করব। File and printer sharing অপশনে Turn on
file and printer sharing সিলেক্ট করব।